

এটা একজন জাতীয় পর্যায়ের নেতার ছবি। তাঁর বিষয়ে কিছু বলবার মত পর্যাপ্ত জ্ঞান আমার নেই। তাই বিশদে গেলাম না। যা জানি তা হল- তিনি একজন মহান নেতা। পৃথিবী থেকে বিদায় নিয়েছেন বহু আগেই। কিন্তু বহুযুগ পরে এসেও আমার মতো আমজনতা তাঁকে শুধু ঠিকই মনে রেখেছে তাই নয়, সীমাহীন সম্মানের সাথেই মনে রাখা হয়েছে। তাঁর রাজনৈতিক…
সন্ধ্যা, তোমায় চোখ ভরে দেখি দূর হতে, তুমি আড়চোখে তাকাও যেতে যেতে।
বিদেশে পড়তে যাওয়ার ১ বছর আগে থেকেই কি কি করণীয়: ১ :আপনার নাম এবং আপনার পিতামাতার নামের সাথে মিল রেখে সার্টিফিকেটে কোনো ভুল থাকলে তা সংশোধন করবেন, হতে পারে নামের বানানে ভুল বা অন্য কিছু, এ সময়ে একটা জিনিস খেয়াল রাখবেন আপনার পিতামাতার ভোটার আইডিতে যে নাম আছে ঔ নাম ই যেন সার্টিফিকেটে থাকে, মোট…
৫০ বছর আগের একটি মামলার তদন্ত পেছাতে পেছাতে আজ তার প্রতিবেদন জমা দেয়া হলো। চাঞ্চল্যকর এই তদন্ত প্রতিবেদনের অপেক্ষায় শুধু বাদী-বিবাদী ছিলো না; ছিলো গোটা দেশের আপামর মানুষ; যার বয়স মাত্র কুড়ি বাইশ সেও! এমন একটি আগ্রহের কেন্দ্রে থাকা তদন্ত প্রতিবেদন খুব দ্রুতই পাবলিক করে দেয়া হলো। সংবাদমাধ্যমগুলোতে ব্যাপক কাভারেজ পেলো। শুরু হলো চুলচেরা বিশ্লেষণ,…
সৃজনশীল মানুষ তার সৃজনশীলতায় তৃপ্ত হয়ে গেলে আর বেঁচে থাকে? এই যেমন, লেখক আর লেখক থাকে? তৃপ্তির বিষে কোন লেখকের কখনও মৃত্যু হয়েছে?
এলিফ্যান্ট রোডে যাবো, ইঁদুর কিনতে। কম্পিউটারের ইঁদুর। মাঘ মাস হলেও ফেব্রুয়ারির ভরসায় সাহস করে শীতের পোশাক ছাড়াই বের হয়েছি। আমি আবার টেম্পুতে চলাচল করি। আধাকিলোমিটার রাস্তায় একহাঁটু পানি জমে আছে, পানির নিচে ভাঙ্গা রাস্তার গর্তের অভাব নেই, টেম্পু ড্রাইভারের সাথে যাত্রিদেরও বেশ কসরত করতে হচ্ছে ভারসম্য রক্ষায়। দীর্ঘ কসরতের পর ডাঙ্গায় গাড়ি চলা আরম্ভ…