প্রশান্তি
গোরস্তানের একটা জায়গা আছে, আমি গিয়ে চুপ করে দাঁড়িয়ে বা বসে থাকি; আমার ভালো লাগে। রমনাতে একটা গাছঘেরা জায়গা আছে, আমি গিয়ে চুপ করে বসে থাকি, একা; আমার ভালো লাগে। গ্রামের ফাঁকা মাঠের মাঝে নিঃসঙ্গ একটা রাস্তার উপর হটাৎ একটা গাছ, ওর কাছে গিয়ে বসে থাকি; আমার ভালো লাগে। বাজুয়াডাঙ্গার ভেতর দিয়ে ছায়াবৃত, শান্ত, শীতল,…