

মায়ের উপহার! সেলিম হোসেন একজন নারী মা হওয়ার সময় সন্তানের সাথে কিছু রোগ উপহার হিসেবে পায়। উপহারের রোগগুলো স্বজনপ্রীতি করে আরও রোগ বয়ে আনতে থাকে নিয়মিত, শরীর হয়ে যায় রোগের শহর। একসময় জটিল রোগের রোগী হয়ে যায় মা। তবুও সন্তানের দিকে তাকিয়ে নিজের ক্ষয় হতে থাকা শরীর আর রোগের যন্ত্রণা নিমিষেই ভুলে যায়। মানুষ হিসেবে…
হায়ারিংএ ভোগান্তি কেন হয়? এর সমাধান কী? যাই বলেন, অনেক প্রতিষ্ঠানই বিশেষ করে নতুন প্রতিষ্ঠান হায়ারিং বিষয়টাকে হালকাভাবে নিয়ে থাকে। ইন্ডাস্ট্রিভেদে এই হালকা ভাবে নেয়ার প্রাকটিস অনেক প্রতিষ্ঠানে চলতেই থাকে। আবার অনেকেই কয়েকবছর পর বুঝতে পারেন যে, বিষয়টাকে হালকাভাবে নেয়াটা বিরাট বোকামি হয়েছে। অনেকেই হায়ারিং বিষয়টাকে হালকাভাবে নিয়ে নিজে নিজে বা নিজেরা নিজেরাই হারারিং…
গোরস্তানের একটা জায়গা আছে, আমি গিয়ে চুপ করে দাঁড়িয়ে বা বসে থাকি; আমার ভালো লাগে। রমনাতে একটা গাছঘেরা জায়গা আছে, আমি গিয়ে চুপ করে বসে থাকি, একা; আমার ভালো লাগে। গ্রামের ফাঁকা মাঠের মাঝে নিঃসঙ্গ একটা রাস্তার উপর হটাৎ একটা গাছ, ওর কাছে গিয়ে বসে থাকি; আমার ভালো লাগে। বাজুয়াডাঙ্গার ভেতর দিয়ে ছায়াবৃত, শান্ত, শীতল,…
আচ্ছা মেয়েরা যে স্টাইল করে এক চোখের উপরে চুল ঝুলিয়ে রাখে, ওদের দেখতে সমস্যা হয়না? আরাম করে তাকানোর তো একটা ব্যাপার আছে! চোখের সামনে সারাক্ষণ একটা কিছু ঝুলে আছে, ডিস্টার্ব লাগেনা!?
সাবিলা নূর একটা ছবি দিয়ে লিখেছে এক ফালি নরম রোদ। সেই পোস্ট আবার সাজেশন হিসেবে এক সূর্য গবেষকের টাইমলাইনের ফিডে গিয়ে হাজির। গবেষক সাহেব তো বিরাট চিন্তায় হতাশায় নিমজ্জিত হয়ে গেলেন। সব বাদ দিয়ে তিনি ভাবছেন, তৃতীয় বিশ্বের একজন মানুষ, যার পেশা মডেলিং, রোদ গবেষণার সাথে যার মিনিমাম সম্পর্ক নেই, সে কীভাবে রোদ টিপে দেখলো!…
জুলি আর তুলি দুই বোন, পিঠাপিঠি। বড়বোন জুলিকে পদে পদে বোকা বানানোর কায়দা তুলি এত অসম্ভব রকমের ভালোভাবে আয়ত্ত করেছে যে, মাঝে মাঝে ওদের মা মনে মনে বলেই বসে – তুলি নামকরণ সার্থক হয়েছে! তুলি অবশ্য মনে করেনা সে তার বোনকে বোকা বানায়। তার মতে এটা হচ্ছে ‘দ্য আর্ট অব মিসগাইডিং’। এটা শিল্পচর্চা, আর এই…