

গোরস্তানের একটা জায়গা আছে, আমি গিয়ে চুপ করে দাঁড়িয়ে বা বসে থাকি; আমার ভালো লাগে। রমনাতে একটা গাছঘেরা জায়গা আছে, আমি গিয়ে চুপ করে বসে থাকি, একা; আমার ভালো লাগে। গ্রামের ফাঁকা মাঠের মাঝে নিঃসঙ্গ একটা রাস্তার উপর হটাৎ একটা গাছ, ওর কাছে গিয়ে বসে থাকি; আমার ভালো লাগে। বাজুয়াডাঙ্গার ভেতর দিয়ে ছায়াবৃত, শান্ত, শীতল,…
আচ্ছা মেয়েরা যে স্টাইল করে এক চোখের উপরে চুল ঝুলিয়ে রাখে, ওদের দেখতে সমস্যা হয়না? আরাম করে তাকানোর তো একটা ব্যাপার আছে! চোখের সামনে সারাক্ষণ একটা কিছু ঝুলে আছে, ডিস্টার্ব লাগেনা!?
আমার দোস্ত রানা। ওর মাথায় কখন কী ভুত চাপে ঠিক নেই। ওর একটা লম্বা বাইক আছে, যাতে তিনজন অনায়াসে বসা যায়। রানা তার এই বাইকের নাম দিয়েছে ‘মাথানষ্ট’। এই ‘মাথানষ্ট’র নিয়মিত আরোহী রানা, রাজীব আর আমি। আজকের গন্তব্য পুরান ঢাকার হাজীর বিরিয়ানি। রাত ৩টা। আমাদের গাড়ি চলছে ধানমন্ডির ফাঁকা রাস্তা দিয়ে। আমাদের তিনজনেরই মাথায় হেলমেট…
আব্দুল মাজেদ লেখালেখির চর্চা করেন নিয়মিত। তারচেয়ে বেশি পড়েন তিনি। পেশায় সরকারি চাকুরীজীবী হলেও পড়া ও লেখার চর্চা তিনি সফলতার সাথে ধরে রেখেছেন। ২০২২ সালের অমর একুশে গ্রন্থমেলায় তাঁর লেখা প্রথমবারের মত মলাটভুক্ত করা হয়। কাব্যগ্রন্থ দিয়ে তিনি যাত্রা শুরু করেন। ‘সন্ধ্যার মেঘমালা’ নামক কাব্যগ্রন্থটি প্রকাশ করে রিডার ইন্টারন্যাশনাল। রকমারি বা প্রকাশনা প্রতিষ্ঠান রিডার ইন্টারন্যাশনাল…
সুখ ও দুঃখ -আবদুল মাজেদ অবিমিশ্র সুখ বৈচিত্রহীন বড় একঘেয়ে, বিরামহীম দুঃখের গুরুভার নিতান্ত অসহনীয়। সুখের অবিশ্রান্ত ভরা কটালের জোয়ার আমার কাম্য নয়। দূরে থাকতে চাই মরাকটালের ভাটার নদীতে গড়াগড়ি দিয়ে কর্দমাক্ত হওয়ার কলংক থেকে। দিন ও রাত্রির পর্যাক্রমিক আবর্তনের মত প্রেম ও বিরহের অম্লমধুর চাপান-উতোরের মধ্যেই খুজে নিতে চাই জীবনের প্রকৃত অর্থ।
আকন্দ গাছের ভূত -আবদুল মাজেদ ফাল্গুন মাসের শুক্ল পক্ষ। সূর্য ডুবতে না ডুবতেই বিবর্ণ চাঁদ ধীরে ধীরে সোনালি রঙে নেয়ে আস্তে আস্তে রূপালি জ্যোছনা ছড়িয়ে দিতে লাগলো বৃক্ষরাজির গাঢ় সবুজের চাঁদোয়ার উপরে। একটু পরেই সাপের মত একেবেঁকে বয়ে চলা মুক্তেশ্বরীর ঢেউয়ে ঝিরিঝিরি বাতাসে তোলা ঢেউয়ের বুকে দেখা যাবে চাঁদের আলোর ঝিকিমিকি নাচ। অন্ধকার গাঢ়…