একটি খোয়াড়, যেখানে হিংস্র পশু লালন পালন করা হয়। সেই খোয়াড়ে পশু ছাড়াও কিছু মানুষ আটকে আছে, যারা পালিত পশুর খাদ্য হিসেবে ব্যবহৃত হয়।
পৃথিবীর মানুষ, তোমরা দ্যাখো, এমন নৃশংস খোয়াড় হয়তো আর কোথাও দেখবে না। যেখানে ৩৬৫ দিনই কেউ না কেউ চক্রান্ত করে, আর মানুষ নামকে কলঙ্কিত করে। যেখানে ব্যাঙ্গের ছাতার মত হাজার হাজার শিক্ষা প্রতিষ্ঠান, কিন্তু শিক্ষা নেই, শিক্ষক নেই,অভিভাবক নেই।
এমন হিংস্র পশু আফ্রিকাতেও নেই। আই রিপিট, আফ্রিকাতেও নেই। বিচারহীনতার অপর নাম এই খোয়াড়।