আবদুল মাজেদ রচিত নতুন বই ‘নোনা-জলের ফল্গুধারা’। পাঠকেরা নতুন এই বইয়ের ঘ্রাণ নিতে প্রস্তুত। তার অবশ্য একটা খুব সহজ কারণ আছে, উনার লেখা টেইস্ট মেকার হিসেবে কাজ করে। মানে যেসব পাঠক এক বা একাধিক ঘরানার বই পড়ে অভ্যস্ত, কিন্তু পুষ্টিকর সালাদ ছাড়া যেকোন রাজকীয় খাবারই কিছুটা দীনহীন খাবার। জনাব আবদুল মাজেদের লেখা কখনও কাঁচা লঙ্কা, কখনও কাগুজে লেবু, টমেটো, বাদাম কিংবা কখনও খোদ বিরিয়ানি রূপেই প্রভাবিত করে।
বলে রাখা ভালো, পেট পুরে খাওয়া আর স্বাদ নিতে জানা ভিন্ন বিষয়।
বইটি প্রকাশিত হয়েছে কারুবাক প্রকাশনী থেকে। অমর একুশে বইমেলা স্টল নম্বর ৪৩৩।