ছাত্র কীভাবে ‘ভালো ছাত্র’ হয়?

How to be a good student

একজন ভালো ছাত্র কীভাবে ‘ভালো ছাত্র’ হয়?

গড গিফটেড মেধা?

তার বাবা মাও অনেক মেধাবী ছিলো এজন্য জেনেটিকালি পেয়েছে? 

২৪ ঘন্টা পড়ে? 

শেরে বাংলার মত ব্রেন? 

 

মেধা সবার আছে। কিন্তু ভালো ছাত্র হওয়াটা নির্ভর করে কয়েকটি বিষয়ের উপর। সেই পয়েন্টগুলোই আপনাকে জানাবো আজ। 

 

তার আগে বলে রাখি, শেরে বাংলা একে ফজলুল হকের গল্প শুনে নিজেকে সেই জায়গায় কখনও ভাববেন না প্লিজ। এই ভাবনা আপনাকে ক্ষতির শেষ প্রান্তে নিয়ে যেতে পারে। এক্সেপশনাল বিষয় উদাহরণ হিসেবে নেয়া বোকামি। সুতরাং বোকামি করবেন না। 

আসুন স্বাভাবিকভাবে ব্রেইনের চর্চা করে ভালো ছাত্র হওয়ার উপায় জানি আজকে। 

 

একটা বিষয় বুঝতে, মনে করতে একেকজনের একেক পরিমাণ সময় লাগে। আপনার ফ্রেন্ডের কত কম সময় লাগে সেটা নিয়ে মন খারাপ না করে, বরং নিজের কত সময় লাগছে সেটা ভালোমত জানুন। কতটা গভীর মনোযোগ দিয়ে পড়তে পারেন, এবং গভীর মনোযোগ দিয়ে পড়লে এভারেজ কত সময়ে আপনার পড়া কমপ্লিট হয় সেটা জেনে রাখুন। এটাই আপনার নিজের প্যারামিটার বা বর্তমান ক্যাপাসিটি। বর্তমান ক্যাপাসিটি বললাম এজন্য যে, আপনি চাইলে এই ক্যাপাসিটি ভবিষ্যতে বাড়তে পারে।

আপনাকে নিজের বর্তমান ক্যাপাসিটি অনুযায়ী ইফোর্ট দিতে হবে। অন্যেরা কত কম চেষ্টা করে একটা বিষয় আয়ত্তে আনছে সেদিকে তাকিয়ে মন খারাপ না করে যদি, নিজের কারেন্ট ক্যাপাসিটি অনুযায়ী চেষ্টা ধারাবাহিকভাবে চালিয়ে যান, তাহলে দক্ষ তো হবেনই, উপরন্তু আপনার ক্যাপাসিটি অনেক বেড়ে যাবে, এটা বাড়তেই থাকবে যদি আপনি চান।  

 

একজন শিক্ষার্থীর পড়ালেখা ছাড়া দুনিয়ার সবই ভালো লাগে। কথা কি ঠিক বললাম? 

এটা আসলে অস্বাভাবিক কোন বিষয় না। পড়ালেখা অন্যান্য বিষয়ের চেয়ে একটু বেশি একঘেয়েমি কাজ। কিন্তু একই সাথে পড়ালেখা আপনার জীবনে আলো জ্বালে, যেটা দিয়ে আপনি পুরো দুনিয়া ও দুনিয়ার বাইরের জগতকেও দেখার সুযোগ পেতে পারেন। 

 

আপনার অনেক বন্ধুকে হয়তো বলতে শোনেন যে, পরীক্ষার আগের রাতে পড়ে ছক্কা হাকাবে। হয়তো অনেকে এমন করেও থাকে। তবে আপনি এই কাজ থেকে বিরত থাকবেন। খেয়াল করে দেখবেন, দুনিয়ার নামকরা ব্যাটসম্যানেরা মাথা ঠান্ডা রেখে স্টিডি ওয়েতে রান করে থাকে। আপনাকেও তাই করতে হবে। 

 

আপনার পুরো কোর্সের পড়া আপনার ক্যাপাসিটি অনুযায়ী কোর্সের সময়সীমার মধ্যে কয়েকটা ভাগে ভাগ করে নিতে হবে। প্রতিদিনের ভাগে যে পড়া আছে, সেটা পড়তেই হবে, দুনিয়া উল্টায়ে গেলেও। বসে একঘেয়েমি লাগলে দাড়ায়ে পড়েন, না হলে হেঁটে হেঁটে পড়েন। লোকেশন চেইঞ্জ করে পড়েন, তবুও পড়েন। 

 

যতক্ষণ পড়বেন, ততক্ষণ আপনি ছাত্র। যতক্ষণ একঘেয়েমি লাগা স্বত্বেও প্রতিদিন ঠিকটাক পড়েই চলেছেন, ততক্ষণ আপনি ভালোছাত্র। অবাক হলেন? 

যাদেরকে ভালো ছাত্র বলে জানেন, তারা ঠিক এই কাজটিই করে থাকে। প্রতিদিন পড়ে। একদিনে সব পড়ে দুনিয়া উল্টায়ে ফেলার কাজ ওরা করে না। 

যে ভালো ফুটবল খেলে, বা ভালো ক্রিকেট খেলে, সে একদিন মাঠে নেমে উল্টায়ে ফেলে না, সেও একঘেয়েমি লাগা স্বত্বেও প্রতিদিন দরকারি প্রাকটিসটা ঠিকই করে। যারা করে না, তাদের কেউ চেনে না, যাদেরকে আপনি চেনেন তারা এই কাজটিই করেছে। জি, এটাই সিক্রেট। এরমধ্যে তীব্র মেধাবী, জেনেটিক ব্যাপার, গড গিফটেড বিষয়ের কোন কাজ নেই যদি আপনি নিজে চর্চা না করেন। গড সবাইকেই গিফট করেছেন, কিন্তু সবাই সেই গিফট ব্যবহার করে না। যারা করে, তারা সেরা হয়। 

 

আপনি যতক্ষণ এই ফর্মুলার ভেতর আছেন, ততক্ষণ আপনি ভালো ছাত্র, যখনই এই ফর্মুলার বাইরে চলে যাবেন, তখনই আপনার ভালো ছাত্রের তকমা ইতিহাস হয়ে যাবে। সবাই বলবে- ও একসময় ভালো ছাত্র ছিলো! 

 

দুনিয়ার তাবৎ জিনিসের নিজস্ব বৈশিষ্ট্য আছে। কৃষক কৃষি কাজ করবে এটাই তার বৈশিষ্ট্য, তিনি অবশ্যই চা কলেজে পড়াবেন না। একজন শিক্ষকের বৈশিষ্ট্য হচ্ছে তিনি শিক্ষা দান করবেন, নিশ্চয় চা বিক্রি করবেন না। একজন ছাত্রেরও বৈশিষ্ট্য হচ্ছে সে নিয়মিত পড়বে। 

 

আপনিই সেট করুন আপনার ‘ভালো ছাত্র’ ডেজিগনেশনের এক্সপায়ারি ডেইট। 

 

একটা ঘটনা বলে এই লেখাটা শেষ করি। 

বাংলা সিনেমার ভিলেন জাম্বুকে চেনেন? তিনি ছিলেন মোটাসোটা একজন মানুষ। অনেক ডাকসাইটে ভিলেন থাকলেও, জাম্বুর এপিয়ারেন্স দর্শককে আনন্দ দিতো। বপু দেহ, চকচকা কামানো মাথা, গমগমে ভয়েস, সবমিলে জাম্বুর একটা পরিচিতি ছিলো। 

কেউ একজন জাম্বুকে পরামর্শ দিলো ডায়েট করতে, জিম করে স্লিম হতে। 

জাম্বু আবার কথায় কথায় এই কথা একদিন নায়ক জসিমের কাছে বললেন। তো জসিম জাম্বুর এই কথা শুনে কী উত্তর দিয়েছিলেন জানেন? তিনি বলেছিলেন- ‘ধুর মিয়া, স্লিম হইলে তোমার কোন দাম আছে, তুমি কিসের জাম্বু! এই শরীর আছে বলেই তো তুমি জাম্বু। সিনেমায় জাম্বু একজনই।’ 

 

সুতরাং আপনিই ঠিক করুন আপনি কী বৈশিষ্ট ধারণ করবেন। আপনি যা করবেন, আপনি তাই। ফাঁকিবাজি পড়ালেখা করলে, আপনি ফাঁকিবাজ ছাত্র; প্রতিদিন সিস্টেম অনুযায়ী পড়লে আপনি ভালো ছাত্র। এরমধ্যে আর কোন যদি কিন্তু নেই। 

 

তো আজ এখানে শেষ করা যেতে পারে। মেসেজ দিতে পেরেছি নিশ্চয়। 

ভালোভাবে পড়ালেখা করবেন, নাহলে আপনার আব্বুকে বলে দিবো। 

 

Scroll to Top