আব্দুল মাজেদ লেখালেখির চর্চা করেন নিয়মিত। তারচেয়ে বেশি পড়েন তিনি। পেশায় সরকারি চাকুরীজীবী হলেও পড়া ও লেখার চর্চা তিনি সফলতার সাথে ধরে রেখেছেন। ২০২২ সালের অমর একুশে গ্রন্থমেলায় তাঁর লেখা প্রথমবারের মত মলাটভুক্ত করা হয়। কাব্যগ্রন্থ দিয়ে তিনি যাত্রা শুরু করেন। ‘সন্ধ্যার মেঘমালা’ নামক কাব্যগ্রন্থটি প্রকাশ করে রিডার ইন্টারন্যাশনাল। রকমারি বা প্রকাশনা প্রতিষ্ঠান রিডার ইন্টারন্যাশনাল এর ফেইসবুক পেইজেও বইটি অর্ডার করা যায়।
এছাড়াও ২০২৩ সালের অমর একুশে গ্রন্থমেলাতে তাঁর দু’টি বই প্রকাশিত হয়। কারুবাক প্রকাশনী থেকে প্রবন্ধগ্রন্থ ‘অন্তঃপ্রবাহ’ এবং গল্পকার প্রকাশনী থেকে ‘ধূসর কুয়াশায় রোদেলা সকাল’ কাব্যগ্রন্থ প্রকাশিত হয়।
তাঁর প্রকাশিত ৩টি বইই ‘বেস্ট সেলার’ এ্যাওয়ার্ড প্রাপ্ত হয় প্রকাশনী থেকে।
২০২৪ সালের চলমান অমর একুশে গ্রন্থমেলাতেও তাঁর বই পাওয়া যাচ্ছে অনলাইন প্লাটফর্ম রকমারি ডট কম ও রিডার ইন্টারন্যাশনাল এর পাশাপাশি কারুবাক (স্টল ৪৩৩) ও গল্পকার (স্টল ৫৮৩) তে।