Training Fee BDT.50,000/-

" বিশেষ দৃষ্টি আকর্ষণ "

নিম্নোক্ত প্রতিটি শর্ত মনোযোগ দিয়ে পড়ে, বুঝে, সময় নিয়ে ভেবে তবে সিদ্ধান্ত নিয়ে আবেদন করবেন। এর যেকোন একটি শর্ত যদি মনে করেন মানতে পারবেন না, তাহলে এই ট্রেইনিং আপনার জন্য না। অহেতুক টাকা খরচ করার অনেক জায়গা পাবেন, তবে এখানে দয়া করে সেটা করবেন না। কেবলমাত্র যারা মনে করেন যে, নিজেকে একটা নির্দিষ্ট বিষয়ে শিক্ষিত করবেন, দক্ষ করবেন, জ্ঞানী করবেন, চাকরী পাওয়ার যোগ্য করবেন, যেভাবেই হোক পারফেক্টলি ট্রেইনিংটা কমপ্লিট করবেন, অন্তত একটা মাস সবধরনের ধ্যানজ্ঞান এই ট্রেইনিংয়ে দিতে পারবেন; শুধুমাত্র তারাই আবেদন করবেন, প্লিজ।

📍  সবাইকে পুরো সেশনজুড়ে নোট নিতে হবে। স্ক্রিনশট, রেকর্ডিং নিয়ে ব্যস্ত থাকার সুযোগ নেই। কারণ, ক্লাস শেষে সবাইকে নোটের ছবি তুলে শেয়ার করতে হবে।

📍  প্রতিটি ক্লাস ২-৩ ঘন্টা হবে, কখনও তারচেয়ে বেশি হতে পারে।

📍  হোমওয়ার্ক থাকবে প্রতিদিন, এবং সেটা নিয়মিত সঠিক সময়ে জমা দিতে হবে।

📍 যেকোন অজুহাতে একটিও ক্লাস, এসাইনমেন্ট, হোমওয়ার্ক এবং ট্রেইনিং রিলেটেড কিছুই মিস করা যাবেনা। একেবারেই না। এটা নকাউট ট্রেইনিং, মিস করলে আপনাকে ওখানেই স্টপ করে দেয়া হবে। মনে রাখতে হবে, দুই থেকে তিন মাসে আপনাকে রেডি করা অনেক কঠিন কাজ, আবার দীর্ঘ দিন সময় নেয়া সম্ভব না। আপনাকেও যেমন জব পেতে হবে, আমাদেরকেও সময় ব্যবহার করতে হবে।

📍 আবেদনকারীদেরকে একটা প্রাথমিক ইন্টারভিউ করা হবে, কথা বলে আপনাকে কিছুটা বোঝার চেষ্টা করবো। যেটা এমপ্লয়ার করে থাকে, সেটার কিছু প্রাথমিক কাজ আমরাই করে স্ক্রিনিং করে নিবো।

📍 যথেষ্ট ভালো ইন্টারনেট থাকতে হবে, কম্পিউটার থাকতে হবে, ফোনে ডেটা রাখতে হবে, যেন বিদ্যুৎ চলে গেলে হটস্পট দিয়ে কানেক্ট করে দ্রুত ক্লাস কন্টিনিউ করতে পারেন। সোজাকথা ক্লাস মিস তো দুরের কথা, ক্লাসের কয়েকমিনিটও মিস হতে পারে এমন কোন সুযোগ রাখা যাবে না।

📍 এনরোল করলে ট্রেইনিং আপনি পাবেন, কিন্তু সার্টিফিকেট অর্জন করতে হবে, এটা ট্রেইনিং এর সাথে কমপ্লিমেন্টারি কোন বিষয় নয়।

📍 এই লেখাগুলো ভালোমতো পড়বেন, এখান থেকে অনেক কিছু প্রাথমিক সাক্ষাৎকারে জিজ্ঞাসা করা হবে।

📍 ট্রেইনিং শেষে একটা অনসাইট ইভেন্ট করার প্লান আছে, সেখানে ইন্ডাস্ট্রি লিডারস থাকবেন, আপনাকে স্টেইজে সবার সামনে পিচ করতে হবে, লিডারস আপনাকে প্রশ্ন করবেন। এই ইভেন্টে আপনার একটা এসেসমেন্ট হয়ে যাবে। এছাড়া ইতোমধ্যে একাধিক প্রতিষ্ঠান আমাদের কাছে এই ট্রেইনিং প্রোগ্রামে যারা উত্তীর্ণ হবেন, তাদের সিভিগুলো প্রতিষ্ঠানে ফরোয়ার্ড করার অনুরোধ করেছেন। সুতরাং, আমাদের ভেতর বেশ খানিকটা চাপ আছে আপনাদেরকে যোগ্য করেই তবে তাদের কাছে পাঠানোর।

📍 এডমিশনের পর আপনারা সিলেবাস পেয়ে যাবেন। তার আগে আপনাকে কিছু জিনিস নিশ্চিত করতে হবে- ল্যাপটপ (যেন বিদ্যুৎ চলে গেলেও বিচ্ছিন্ন না হন), স্মার্ট ফোন, ইন্টারনেট ডেটা, খাতা/ডায়েরি, কলম, হেডফোন (কলিং এর প্রাকটিক্যালে দরকার হবে)।

📍 ট্রেইনিং জুম অ্যাপে কন্ডাক্ট করা হবে।

📍 রেজিস্ট্রেশনে দেয়া আপনার ইমেইল নিয়মিত চেক করুন, স্প্যাম ফোল্ডার চেক করুন। কারণ, পরবর্তী যোগাযোগের বেশিরভাগ ইমেইলেই হতে পারে। আপনি ইমেইল পেয়েছেন কি না, এজন্য কোন ফোনকল করে খোঁজ নেয়া হবে না। সুতরাং, নিজ দায়িত্বে ইমেইল চেক করবেন, মূলত এটাও আপনার ট্রেইনিং এর একটা অবিচ্ছেদ্য অংশ, ট্রেইনিং চলাকালীন সময়ে কোন একটা ক্লাসে এই ইমেইল চেকিং এর গুরুত্ব বুঝিয়ে দেয়া হবে।

📍  শুধুমাত্র শর্টলিস্টেড নিবন্ধনকারিদের সাথে যোগাযোগ করা হবে। সুতরাং প্রতিটি ধাপ, পড়ে, বুঝে এগোবেন প্লিজ।

এই ট্রেইনিং এর ভ্যালু কী?

✨  এখানে আপনাকে একাধিক দক্ষ ব্যক্তি ট্রেইনিং করাবেন, সুতরাং আপনি একাধিক দক্ষ ব্যক্তির অভিজ্ঞতা, দক্ষতা, জ্ঞান ও কৌশলের নির্যাস পাবেন, যেটা আপনি আপনার নিজের পেশায় যুক্ত হয়ে চমৎকার ভাবে কাজে লাগাতে পারবেন।

✨  যেহেতু এটা একটা নকাউট এবং ডেডিকেটেড ট্রেইনিং প্রোগ্রাম, সুতরাং এখানে থেকে আপনি চাইলে নিজেকে দক্ষ, প্রশিক্ষিত ও আত্মবিশ্বাসী একজন যোগ্য কর্মী হিসেবে প্রস্তুত করার সুযোগ পাবেন।

✨  যেহেতু এমপ্লয়ার প্রতিষ্ঠানের সাথে আমাদের কোলাবেরশন থাকবে, সুতরাং এই ট্রেইনিং থেকে যদি সার্টিফিকেট অর্জন করতে পারেন, তাহলে সেটা আপনার জন্য একটা আলাদা ভ্যালু যুক্ত করবে।

✨  এটা খুবই স্পেসিফিক নিশ এবং লিমিটেড সিটের ট্রেইনিং সুতরাং এখানে শেখানোটাই মুল ফোকাস থাকবে। আর শেখা মানেই আপনার আত্মবিশ্বাস ও যোগ্যতার মুকুটে নতুন পালক যুক্ত হওয়া।

Course Review

আমাদের কোর্স সম্পন্ন করার পর অংশগ্রহণকারীরা তাদের অভিজ্ঞতা ও অনুভূতি শেয়ার করেছেন।

" এই প্রশিক্ষণের পর আমি ভেন্ডরদের সাথে যোগাযোগ ও আলোচনার নতুন কৌশল শিখেছি। এখন ব্যবসায়িক সম্পর্ক অনেক শক্তিশালী হয়েছে।"
Abid Khan
CEO, HJK Inc.
" আগে ভেন্ডরদের সাথে দ্বন্দ্ব তৈরি হলে সমাধান করতে সময় লাগত। প্রশিক্ষণের কৌশলগুলো ব্যবহার করে এখন দ্রুত সমাধান করতে পারছি। "
Tariq Rahoman
DMD, POI.Co
Scroll to Top