মন খারাপের সিনেমা দারুচিনি দ্বীপ
মন খারাপের সিনেমা দারুচিনি দ্বীপ (কাকে যেন মনে করে) যখন প্রাইমারিতে পড়ি- স্কুল থেকে বনভোজনে গেল ক্ষণিকায়- খুব কাছেই। কতই বা খরচ সেই ৭৪-৭৫ সালের দিকে। যাওয়া হয়ে ওঠেনি, ক’টা টাকার অভাবে। হাইস্কুলে গিয়েও কয়েকবার পিকনিক মিস করি। কারণ একই-অর্থের অভাব। ডিপার্টমেন্ট থেকে শিক্ষা সফরে যেতে পারিনি সার্কভূক্ত দেশগুলোতে। কেবল টাকা নয়, দৈন্যতা ছিল নানাদিক…