আকন্দ গাছের ভূত
আকন্দ গাছের ভূত -আবদুল মাজেদ ফাল্গুন মাসের শুক্ল পক্ষ। সূর্য ডুবতে না ডুবতেই বিবর্ণ চাঁদ ধীরে ধীরে সোনালি রঙে নেয়ে আস্তে আস্তে রূপালি জ্যোছনা ছড়িয়ে দিতে লাগলো বৃক্ষরাজির গাঢ় সবুজের চাঁদোয়ার উপরে। একটু পরেই সাপের মত একেবেঁকে বয়ে চলা মুক্তেশ্বরীর ঢেউয়ে ঝিরিঝিরি বাতাসে তোলা ঢেউয়ের বুকে দেখা যাবে চাঁদের আলোর ঝিকিমিকি নাচ। অন্ধকার গাঢ়…