It's not a plan, It's a DREAM.
আমার গল্প
মানুষের অনেক রকমের স্বপ্ন থাকে। আমারও অনেক স্বপ্ন ছিলো, কিন্তু সেই লম্বা লিস্ট কাটছাট করে একদম ছোট করে এনেছি। সেই ছোট লিস্টের মধ্যে একটি স্বপ্ন হচ্ছে দুনিয়া থেকে বিদায় নেয়ার আগে ১ মিলিয়ন গাছ লাগানো। এই স্বপ্ন পূরণের জন্য নানান রকমের পরিকল্পনা ও কাজে নেমে পড়ার পর বুঝতে পারলাম আমার অনেক লিমিটেশন আছে, একা এই কাজ করা সম্ভব না।
প্রথমত, আমার পৈতৃক যতটুকু জায়গা ছিলো সেখানে গাছ লাগানো শেষ, নতুন করে রোপন করার মত জায়গা আরে নেই, তবুও ঠেসেঠুসে মাঝে মাঝে দুয়েকটা রোপন করা হয়ে থাকে।
তাহলে কীভাবে এই স্বপ্ন পূরণ হতে পারে?
অন্যের জায়গায় গাছ লাগানোর প্ল্যান করলাম। সেখানেও বিপত্তি!
গ্রামে রাস্তার ধারে অনেক খালি জায়গা থাকলেও সেখানে গাছ লাগালে গরু ছাগলে শেষ করে দিবে নিশ্চিত। যাদের জমিতে লাগাবো তারাও সেটার নিরাপত্তা দিতে পারবে না। শহরেও প্রচুর জায়গা, কিন্তু সেখানে গাছের দাম অনেক এবং অনেক জায়গায় দৌড়াদৌড়ি করতে হবে অনুমতির জন্য; আমার অত টাকা নেই আবার অতসব জায়গায় দৌড়াদৌড়ি করার সময়ও হাতে নেই।
তবে কি গাছ লাগানো হবে না?
হাল ছাড়লে তো চলবে না। উপায় নিশ্চয় আছে।
২০২৪ সালের অক্টোবরে গ্রামে গিয়ে একদিন সকালে কলম আর ডায়েরি হাতে নিয়ে বেরিয়ে পড়লাম। প্রতিবেশি সবার বাড়ি বাড়ি গেলাম, উঠানে দাড়িয়ে মা-চাচিদের সাথে কথা বললাম। জিজ্ঞাসা করলাম ফলগাছ লাগানোর জায়গা আছে কি না। গাছ আমি দিবো, কষ্ট করে লাগিয়ে নিবেন, কোন দাবী থাকবে না, শুধু পরিচর্যা করে বড় করবেন।
অভূতপূর্ব সাড়া পেলাম। ১২ ফ্যামিলি থেকে মোট ৮৬টি গাছের তালিকা পেলাম! পরবর্তীতে ফোনে খবর পেয়েছিলাম যে, অনেকেই এই খবর শুনে আমাকে খুঁজেছেন গাছের জন্য তালিকাভূক্ত হওয়ার জন্য।
২০২৫ এর জুন মাসে গিয়ে নার্সারি থেকে গাছ কিনে লিস্টের একটা অংশ ভ্যানে করে বাড়ি বাড়ি পৌছে দিলাম। সেদিন আরও কিছু গাছের লিস্ট পেলাম।
তাহলে উপায় বের হয়ে গিয়েছে!
আপনার জায়গা, আপনার পরিচর্যা, আমার পাঠানো গাছ। তবেই তো হয়ে গেলো। এই মিলিয়ন গাছ লাগানোর স্বপ্নে আপনিও যুক্ত হয়ে গেলেন। একটা বিশাল টিমওয়ার্ক হয়ে চলেছে। গাছের মাধ্যমে হতে চলেছে এক অনবদ্য সম্পর্ক। আমরা দুনিয়াতে থাকবো না, কিন্তু গাছগুলো সদর্পে দাঁড়িয়ে থাকবে আমাদের এই স্বপ্নের সাক্ষী হয়ে।
আপনার যদি ফল গাছ লাগানোর জায়গা থাকে, পরিচর্যা করার সামর্থ্য থাকে এবং এই ড্রিম প্রজেক্টে যুক্ত হওয়ার আগ্রহ থাকে তাহলে ফর্ম পূরণ করে রাখুন। আপনার সাথে আমাদের টিম থেকে নিশ্চয় যোগাযোগ করবে।
